fbpx

আমাদের সম্পর্কে

সাতকানিয়া স্কিলস ডেভেলপমেন্ট ক্লাব   হলো এমন একটি প্রযুক্তি-নির্ভর ক্লাব, যার লক্ষ্য হলো যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। আমরা আমাদের সদস্যদের মধ্যে পারসোনাল গ্রোথ, প্রোফেশনাল এক্সিলেন্স এবং কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিক্ষার্থীর অনন্য প্রতিভা এবং ক্ষমতা রয়েছে যা অনুশীলন এবং নির্দেশনার মাধ্যমে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে।

আমরা কাজ করছি সাতকানিয়ার সে-সকল স্বপ্নবাজ তরুণ-তরুণীদের নিয়ে যারা স্বপ্ন দেখে আত্ম-উন্নয়ন ও নিজেকে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার মধ্যমে নিজেকে স্ব-নির্ভর করতে চাই। যারা সৎ ও ন্যায় চিন্তাধারার মাধ্যমে সমাজ ও দেশকে  বদলে দেয়ার চেষ্টা করছে,তাদের উন্নয়নের ও সফলতার সঙ্গী হয়ে পাশে থাকায় হলো আমাদের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য।

আমাদের উপজেলার প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও তথ্য-প্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে এই প্লাটফর্মে থাকছে আত্মউন্নয়ন সহায়ক নানা ধরনের তথ্য,কোর্স ও অভিজ্ঞদের পরামর্শ।শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি,সৃজনশীল কাজ ও উদ্ভাবনে এগিয়ে থাকা তরুণদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণামূলক কার্যক্রম।তথ্য-প্রযুক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষার্থীদের ও ক্লাবের মেম্বারদের জন্য রয়েছে লাইভ ওয়েবিনার কার্যক্রম। নানা ধরনের চাকরির বিজ্ঞপ্তি এবং তার প্রস্তুতির জন্য অভিজ্ঞদের পরামর্শ ও তথ্য।

Our Mission

এই একবিংশ শতাব্দীতে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন আকাশ ছোঁয়া, সেজন্য আমাদের পেরোতে হবে অনেক পথ, ছুঁতে হবে লক্ষ্য। ক্যারিয়ার নিয়ে সকল শিক্ষার্থীদের মনে লালিত ভাবনা ঠিক যেন এমনটাই। পড়ালেখা ভবিষ্যৎ সাফল্যের অন্যতম বাহক হলেও ভবিষ্যৎ জীবনে সাফল্য সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রয়োজন দক্ষতা।

আর শিক্ষার্থীদের এই দক্ষতা অর্জন উন্নয়নের মহৎ উদ্দেশ্য ও মিশনকে লক্ষ্য করেই ২০২৩ সালে যাত্রা শুরু করে বৃহত্তর সাতকানিয়ার সাতকানিয়া স্কিল ডেভেলপমেন্ট ক্লাব

Our Vision

আমাদের প্রধান ভিশন সাতকানিয়া উপজেলার প্রতিটি তরুণ শিক্ষার্থীদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যেখানে বৃহত্তর সাতকানিয়া উপজেলার তরুণ-তরুণীরা তাদের প্রতিভার বিকাশ,উদ্ভাবনী  চিন্তা ও আইটি ফিল্ডে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করে ব্যাক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।আমাদের বিশ্বাস সাতকানিয়ার তরুণ সমাজ আমাদের এই মিশনে আমাদের পাশে থেকে সাতকানিয়ার ও সমগ্র দেশের উন্নয়নে অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা পালন করবে।

Our Story

Satkania Skills Development Club is a dream turned into reality, driven by a shared vision of empowering the youth of Satkania and beyond. Founded by Tawhid Ekon, a visionary, and Rocky Raj, a fellow dreamer, the club aims to create an inclusive and nurturing environment that fosters personal growth, professional excellence, and community engagement.

At the heart of this inspiring journey is Honorable Anwar Hussain, the Chief Advisor, and a passionate dreamer himself. His guidance and support have been instrumental in shaping the club’s mission and initiatives.

Our journey began with a dream to make Satkania a Smart Upazila, where the youth flourish and positive change thrives. Through skill-building activities, workshops, and mentorship opportunities, we strive to equip our members with essential skills for a brighter future.

With the invaluable support of Honorable Anwar Hussain, the club has gained approval and patronage from the Satkania Upazila Parishad.

Today, we stand strong, united in our vision to empower the youth and create a lasting impact. Join us on this exciting journey as we turn dreams into reality and shape a better tomorrow together.

Dream big, achieve bigger. 

Become a Member Today

আমাদের ক্লাবে যোগ দিতে, নীচের “Join Now” বাটনে ক্লিক করে ফর্মটি পূরণ করুন এবং আপনার সম্পর্কে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন ৷ যেন আমরা আমাদের ক্লাবের বিভিন্ন Activities এবং আসন্ন ইভেন্ট সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে পারি।

 

Join Now

এক নজরে আমাদের কার্যক্রম…

Course Running

Seminar

Member

আপনার সমর্থন, আমাদের প্রয়োজন

স্মার্ট সাতকানিয়া বিনির্মাণে আমাদের উদ্যোগ এবং প্রোগ্রামগুলিকে সম্পূর্ণ সাতকানিয়া উপজেলাতে পরিচালনা এবং  প্রসারিত করতে আপনার উদার অবদান আমাদের প্রচেষ্টার সাফল্য নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার সমর্থনের মাধ্যমে, আমরা আরও বৃহত্তর যুবসমাজের কাছে পৌঁছাতে পারি এবং কমিউনিটির মধ্যে আরও উল্লেখযোগ্য প্রভাব তৈরি করতে পারি।

What is Satkania Skills Development Club?

Satkania Skills Development Club is a dynamic youth organization committed to empowering young individuals in Satkania and beyond. Our mission is to create an inclusive and nurturing environment that fosters personal growth, professional excellence, and community engagement through skill development initiatives.

    What activities does the club offer?

    We offer a diverse range of skill-building activities, workshops, training programs, and mentorship opportunities. Our events cover various areas, including technology, entrepreneurship, communication, leadership, and more. Check our events page regularly to stay updated on upcoming activities.

    How can I support the club's initiatives?

    You can support the club in several ways. If you’re passionate about skill development and youth empowerment, consider becoming a member or volunteering your time and expertise. Additionally, you can contribute to our initiatives through financial donations, sponsorships, or in-kind support.

    How can I become a member of the club?

    Becoming a member of Satkania Skills Development Club is easy! Simply click on Join Now button and fill out the membership form. Membership is open to all school and college students in Satkania who are eager to learn, grow, and contribute positively to their community.

    Is the club open to all genders?

    Absolutely! Satkania Skills Development Club is an inclusive space, open to all genders. We believe in empowering everyone to reach their full potential and contribute meaningfully to society.

    Does the club provide any career guidance services?

    Yes, we understand the importance of career guidance in shaping a successful future. The club regularly organizes career counseling sessions, where experts from various fields share insights and advice to help our members make informed career decisions.

    Get in Touch. Get Involved.

    Get in touch today and embark on a transformative experience with the Satkania Skills Development Club. Dream big, achieve bigger!

    Satkania Upozila, Satkania, Chattogram

    Call Us: +8809638629640